ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টায় হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় কনসালটেশন জোনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার ফাতেমা আক্তার। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন খুলনা সিটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডা. তারেক এমরান, প্রশাসনিক ইনচার্জ মুকাররম বিল্লাহ। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের তুলনায় ইউরোপ আমেরিকায় ব্রেস্ট ক্যান্সারের রোগীর হার বেশী হলেও বাংলাদেশের তুলনায় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর হার অনেক কম। মূলত বাংলাদেশের মানুষের মাঝে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার অভাব রয়েছে। এ জন্য তারা এই রোগে আক্রান্ত হলেও ডাক্তারের কাছে আসতে দেরি করে ফেলে এবং এমন সময় উপস্থিত হন যখন সেই অবস্থান থেকে ফিরিয়ে আনা (Recover) অনেক জটিল হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় করতে পারলে রুগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। অন্যান্য বক্তারা বলেন এই মাস পালনের মূল উদ্দেশ্য হলো এই রোগ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা এবং তাদের এই রোগ সম্পর্কে সতর্ক করা।
সেবা
ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে
ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় র্যালি ও আলোচনা সভা
ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টায় হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় কনসালটেশন জোনে
Printed Edition