বিশ্ব হাঁসি দিবস উপলক্ষে স্মাইল ট্রেন এর সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারীর উদ্বোধন করা হয়েছে। ঠোঁটকাটা তালুকাটা রোগীদের নিয়ে ফ্রি চিকিৎসার সেবার বিষয়ে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভায় আয়োজন করা হয়। এসময় ১৮ জন ঠোঁট কাটা তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ কেনা ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের সমাজের মানুষ অন্য চোখে দেখা হয়। তারা সমাজে হাঁসির পাত্র হয়ে জীবনযাপন করেন। কিন্তু তাদের মুখে হাঁসি থাকে না। অনেকে এই রোগের খরচ ব্যয়বহুল হাওয়ায় আর্থিক সচ্ছলতার কারণে চিকিৎসা করাতে পারেন না। তাদের জন্য স্মাইল ট্রেন এর এবং ইসলামী হাসপাতালের চিকিৎসা সহায়তায় ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দিয়ে যাচ্ছে। আগামীতেও সমাজে এ ধরনের রোগীদের সচেতনতা বাড়িয়ে বিনামূল্যে এর সেবা দেওয়ার প্রত্যয় জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। এছাড়া অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ও জামায়াত মনোনীত রাজশাহী সদর-২ আসনের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্ররিচালক ডাক্তার মো. আলমামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারী সহকারী অধ্যাপক ডাক্তার মো. ইউসুফ আলী। অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোসারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেন এর পেসেন্ট কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম উজ্জ্বল।

শনিবার থেকে আন্তর্জাতিক জুনিয়র টেনিস আসর শুরু : রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে ‘৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশন এ আয়োজন করছে।

প্রতিযোগিতায় ১১টি দেশের মোট ৫২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনীজ তাইপে, সিঙ্গাপুর এবং হংকং এর ছেলে ও মেয়ে খেলোয়াড়রা। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে ১৪ জন। শনিবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ উপলক্ষে শুক্রবার সকালে টেনিস কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকালে। একইদিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে রাজশাহী তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে উঠবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’ দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেনিস ফেডারেশন নিয়মিতভাবে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রাজশাহীতে বিশ্বের শীর্ষস্থানীয় জুনিয়র টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।