ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, স্টাফ ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলমের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইয়ুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেসর ড. আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মুল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. শাযায়াত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজী, ইবনে সিনা ট্রাস্টের এজিএম, বিজনেস ডেভেলপমেন্ট গাজী মোঃ তরিকুল ইসলাম, কর্পোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল ও অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো: মহিউদ্দিন রবিন, মাহমুদ নাজমুস সাবাহ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি