ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ৩দিনব্যাপী টোটাল হিপ-নী রিপ্লেসমেন্ট সার্জারি ক্যাম্পের সমাপনী দিবসে প্রথমবারের মতো “বাংলাদেশ- নেপাল অথ্রোপ্লাস্টি ওয়ার্কশপ” ২৫ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ( নিটোর) পরিচালক এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির কনভেনার প্রফেসর ডা: মো: আবুল কেনান। এতে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইন্টা: মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো: মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডা. জাকিয়া আক্তার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর এবং চীফ কনসালটেন্ট আর্থ্রোস্কপি এন্ড অর্থ্রোপ্লাসটি প্রফেসর ডা. মো: পারভেজ আহসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নেপাল আর্থ্রোস্কোপিক সোসাইটির জেনারেল সেক্রেটারি ডা. সুমন বাবু মারাহাট্টা এবং নেপালের অর্থোপেডিক সার্জন ডা. প্রবীণ নেপাল।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: আবুল কেনান বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঊরুসন্ধি ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের মতো এ ধরনের ক্যাম্প এবং আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ আয়োজন করায় একদিকে যেমন রোগীরা দেশেই আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছেন, অপরদিকে এ ধরনের সার্জারির সাথে সংশ্লিস্ট চিকিৎসকগণ প্রযুক্তির উৎকর্ষতায় নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতায় আরও বেশি সমৃদ্ধ হচ্ছেন, যা বাংলাদেশের স্বাস্থ্য সেবার প্রতি রোগিদের আস্থা বৃদ্ধি করবে। বেসরকারি পর্যায়ে ঊরুসন্ধি ও হাঁটু প্রতিস্থাপন অপারেশন ক্যাম্প এর আয়োজন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্রশংসনীয় উদ্যোগ।প্রফেসর ডা. পারভেজ আহসান বলেন, বাংলাদেশে ঊরুসন্ধি ও হাঁটু প্রতিস্থাপন অপারেশনের জন্য
যে ধরনের সুসজ্জিত অপারেশন থিয়েটার প্রয়োজন তা অনেক হাসপাতালেই নেই। দেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ মানুষেরই এ ধরনের চিকিৎসাখরচ বহন করার মতো আর্থিক সামর্থ্যও নেই। তাই অত্র হাসপাতালের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এজন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষসহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে দেড় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকসহ ঢাকা সেন্ট্রাল হসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ক্যাম্প উপলক্ষে রেজিস্ট্রেশনকৃত অর্ধশতাধিক রোগীর উরুসন্ধি ও হাটু প্রতিস্থাপন অপারেশন ধারাবাহিকভাবে সম্পন্ন হচ্ছে। যেখানে অপারেশন টিম চার্জ সম্পূর্ণ ফ্রি। প্রেস বিজ্ঞপ্তি।