সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল মনসুরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার, ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজি, ডাক্তার আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে মানবিক সমাজ গঠন করা সম্ভব। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।