রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত নির্মাণ শ্রমিক ও সাধারন মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছ।

মঙ্গলবার (৬জানুয়ারী) সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার ও শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ্ব মনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ সভাপতি এম আজিজুল হক। এসময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ও সংস্থার কার্যকরি কমিটির নেতৃবৃন্দ শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহা. আব্দুস ছাত্তার সরদার, সভাপতি মো. রাজা মিয়া ও সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সা. সম্পাদক মো. আব্দুল জলিল , কোষাধ্যক্ষ এরশাদুল হক , সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বসুনিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আলী, শিক্ষা ও সংষ্কৃতিক সম্পাদক সাহেদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছপিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক, কার্যকরি সদস্য মোজাম্মেল আলী ও মহুবর রহমান। রাজারহাট নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রনালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে শীতার্ত অসহায় শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ নূরুল আমিন। বুধবার রাত নয়টায় মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা নুরানী তা’লিমূল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে উত্তরাঞ্চলের শ্রমজীবীদের হাতে তিনি কম্বল তুলে দেন। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নানের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আমেরিকা প্রবাসী মাওলানা আবুল হাশেম, ইতালী প্রবাসী আলী আক্কাছ, ডাঃ জাহাঙ্গীর আলম মজুমদার, সার্ভেয়ার মফিজুর রহমান, মাদরাসা প্রধান হাফেজ নজির আহমেদ মজুমদার, হাফেজ মর্তুজা প্রমুখ। সারাদিন কাজ শেষে রাতে কম্বল পেয়ে খুশি অসহায় জাহাঙ্গীরসহ শ্রমজীবী মানুষ। এরআগে সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম শ্রীপুরে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামেও তীব্র শীত বইছে। ঠান্ডায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিভিন্নস্থানে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে অন্তত তাদের কিছুটা হলেও শীত নিবারন হবে। তবে সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা।

বোদা (পঞ্চগড়) পঞ্চগড়ের বোদা উপজেলায় মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি মাদরাসা ও ময়দানদীঘি ইউনিয়নের জমকুড়াপাড়া মাদরাসায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় মাদরাসার শিক্ষার্থীর হাতে নতুন কম্বল তুলে দেয়া হয়। কম্বল পেয়ে শিক্ষার্থীরা খুশি ও উচ্ছ্বসিত হয়। এসময় সংগঠনটির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও সদস্য শাকিব উপস্থিত ছিলেন। ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের উষ্ণতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীরা যেন শীতের কষ্টে পাঠে ব্যাঘাত না ঘটে, সে দায়িত্ব আমরা সকলেরই বহন করি। মানবিক ফাউন্ডেশন এ অঞ্চলের দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাবে। আমরা আগামীতেও সমাজের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব।”

চান্দিনা (কুমিল্লা) কুমিল্লার চান্দিনায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এফআর হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পৌরসভার ৩ নং ওয়ার্ডের ২ টি পরিবারের মাঝে ২ বান ডেউটিন বিতরণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন এফআর হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম, হারং সিনিয়র মাদরাসার সাবেক সভাপতি আব্দুর রব, হারং সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আবু হানিফ, সিনিয়র সদস্য সেলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সরকার প্রমুখ।