সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও মশারি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিম শিশুদের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-বারু মুস্তাকিম নিবিড়।
এ সময় উপস্থিত ছিলেন সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল্লাহর মুক্তাদির আবির, কার্যনির্বাহী সদস্য রিফাত মৃধা নিলয়, আলিফ এবং মরহুমা সূচনা ও সাংবাদিক মুস্তাকিম নিবিড় দম্পতির সন্তান মুস্তাকিম মোহাম্মদ নির্ভীক।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। পরে এতিম শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। তিনি শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। সূচনা মেমোরিয়াল ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন।