ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার,ধানমন্ডি-এর উদ্যোগে হাসাপাতাল- ক্লিনিক মালিকদের সম্মানে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলীর সভাপতিত্বে ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর জি এম মাসুদ বলেন- ইবনে সিনা ট্রাস্ট সার্ভিসের মান উন্নয়নে আরো কার্যকর উদ্দ্যোগ নিবে যাতে করে সকল স্তরের জনগণ সেবা নিতে পারেন। আগত মেহমানদের মধ্য থেকে পূর্নাঙ্গ ক্যান্সার হাসপাতাল ও ল্যাব প্রতিষ্ঠা করার আহবানের জবাবে প্রধান অতিথি মাসুদ বলেন ইবনে সিনা ট্রাস্ট আগামীতে দেশের জনসাধারণের কল্যাণে সাধ্যের মধ্যে সেবা নিশ্চিত করার জন্য পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা এবং টেস্ট করার জন্য দেশের বাইরে যেতে না হয় সে জন্য আরও বৃহৎ পরিসরে ল্যাবকে আধুনিক ও সমৃদ্ধ করা হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টের ডিজিএম এডমিন, জাহিদুর রহমান ইবনে সিনার অগ্রযাত্রাকে দেশের মানুষের জন্য আরো যুগোপযোগী ও রোগীবান্ধব করার ব্যাপারে গুরুত¦ারোপ করেন এবং এ বিষয়ে সম্ভাব্য সকল প্রদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স¦াগত বক্তব্যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার,ধানমন্ডির এডমিন ইনচার্জ জনাব মোহাম্মাদ জাকির হোসেন আগত সকল অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে ইবনে সিনার অগ্রাযাত্রার পেছনে সম্মানিত কর্পোরেট পার্টনারদের গুরুত্ব স্বীকার করে তাদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে শিবলী ভবিষ্যতে ইবনে সিনা আরও বেশি মানবতার সেবায় তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে সে জন্য সবাই কে পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠান শেষে আগত মেহমানগণ আন্তরিক পরিবেশে সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। হাসপাতাল ক্লিনিক মালিক ও উর্দ্ধতন কর্মকর্তা সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনি: এজিএম মো: কামরুল হাসান, ম্যানেজার মো: ফারুক হোসেন, কাস্টমার কেয়ার ইনচার্জ বেলাল হুসাইন, ডেপুটি ম্যানেজার রফিকুল ইলাম ফরাজী, রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট শেখ সাইফুল ইসলাম, কাস্টমার কেয়ার ইনচার্জ সাব্বির আহমেদ, সিনি. এ্যাসি. ম্যানেজার জনাব তরিকুল ইসলাম সিনি. এ্যাসি. ম্যানেজার মো: আব্দুল্লাহ আল মাসুম, জোনাল ইনচার্জ হাবিবুল্লাহ মারুফ, মাইদুল ইসলাম, সায়ীদ বিন হাফিজ , মো: ইব্রাহিম হোসেন ও প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।