শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) তাদের ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা তথ্য থেকে জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৫ থেকে ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত বিএটিবিসির কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিসও মহাখালী থেকে আশুলিয়ার দেওরা, ধামসোনা, বালিভদ্র বাজার এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

বিএটিবিসি আরও জানিয়েছে, কারখানা বন্ধের পাশাপাশি রেজিস্টার্ড অফিস স্থানান্তরের বিষয়েও পরিচালনা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায়ে বিএটি বাংলাদেশের করা একটি আপিল খারিজ করে দেন। ওই আপিলটি ছিল ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে লিজ চুক্তি নবায়ন সংক্রান্ত এক মামলার রায়ের বিরুদ্ধে।

এতে করে বিএটি বাংলাদেশকে তাদের মহাখালী ডিওএইচএস এলাকার কারখানা ও অফিসের জায়গা ছেড়ে দিতে বাধ্য করা হয়।

এখন বিএটি বাংলাদেশ তাদের কার্যক্রম আশুলিয়ার নিজস্ব স্থানে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।