শেয়ারবাজার
শেয়ারবাজারে লেনদেন আরও তলানিতে
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। এতে পতনের হাত থেকে রক্ষা পেয়েছে মূল্যসূচক।
Printed Edition
আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। এতে পতনের হাত থেকে রক্ষা পেয়েছে মূল্যসূচক। অবশ্য মূল্যসূচক কোনো রকমে বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজারটিতে ১৮ কার্যদিবসের মধ্যে সর্বনি¤œ লেনদেনের ঘটনা ঘটেছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়া এবং কমার তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান রয়েছে। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ায় এ বাজারটিতেও মূল্যসূচক বেড়েছে। অবশ্য ডিএসইর মতো এ বাজারেও লেনদেনের পরিমাণ কমেছে।
টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। কিন্তু লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম কমার তালিকা বড় হয়। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ধারা ধরে রাখে বেশিরভাগ ব্যাংক। ফলে দাম কমার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির। আর ৯০টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ব্যাংক কোম্পানিগুলোর মধ্যে ১২টির শেয়ার দাম বেড়েছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২০ কোটি ৩৬ লাখ টাকা। এর মাধ্যমে গত ৯ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বনি¤œ লেনদেন হলো।