বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সামান্য উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে অধিকাংশ শেয়ার ও ইউনিটের বাজারদর। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে ৪ মাসের মধ্যে সর্বনি¤œ হয়েছে।