গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের প্রত্যেকটি দিনই দর পরিবর্তন হওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে অধিকাংশের দরপতন হয়েছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও সূচকে পতন থামেনি। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন আরও তলানিতে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, বিপরীতে ১৫৭টির দর কমেছে। আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৬ পয়েন্টে নেমেছে। সূচকটির এই অবস্থান গত ১৭ নভেম্বরের পর সর্বনি¤œ। ওইদিন লেনদেন শেষে সূচকটি ৪ হাজার ৭৭৫ পয়েন্টে ছিল।
এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ২৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এক্সচেঞ্জটির এই লেনদেন গত ৭ ডিসেম্বরের পর সর্বনি¤œ। ওইদিন ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।