বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকিং খাতকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে এবং দুর্বৃত্তায়ন রোধে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে হবে।

গভর্নর আরও উল্লেখ করেন, আর্থিক খাতের দুর্বলতা দূর করা এবং সুশাসন প্রতিষ্ঠাই এখন অগ্রাধিকার।

এদিকে, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছে সিপিডি।

সংস্থাটি বলেছে, ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে উদ্যোগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পতন রোধ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য। তবে মূল্যস্ফীতি এখনো বেশি, যা কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার সুযোগ রয়েছে সরকারের হাতে।