টানা আন্দোলনের পর আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩০ জুন) সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত হয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
গত কয়েকদিনের তুলনায় আজ এনবিআর ভবন ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল কম। আগের মতো সেনা, র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের বিপুল উপস্থিতির বদলে সীমিতসংখ্যক পুলিশ ও কোস্টগার্ড সদস্যকে সতর্ক অবস্থায় দেখা গেছে।
এদিকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সকাল সোয়া ৮টার দিকে অফিসে যোগ দেন। তার দপ্তর থেকে জানানো হয়েছে, আন্দোলনের সময়েও তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে গেছেন।
প্রসঙ্গত, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে গত ২১ জুন থেকে আন্দোলনে নামে এনবিআর ঐক্য পরিষদ। পরে ২৮ জুন থেকে তারা 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু করে। এতে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত অন্যান্য সব সেবা কার্যক্রম স্থগিত রাখা হয়।
গতকাল রোববার সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। এরপর রাতেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এনবিআর ঐক্য পরিষদ।