রফিকুল আলম রঞ্জু
মাওলানা মতিউর রহমান নিজামীর নবম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া-বেড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলকে কেন্দ্র করে সাঁথিয়া-বেড়া পাবনার সর্বত্র চলছে ব্যাপক আয়োজন। দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি পাবনাসহ সাঁথিয়া-বেড়া এলাকার জনসাধারণ। এ অঞ্চলের মানুষের মুখোমুখে এখন হত্যার বিচার দাবি। ইতোমধ্যে স্থানীয়ভাবে একটি মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়ভাবে আলোচনা-পর্যালোচনা চলছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় জনসাধারণকে উপস্থিত থাকবেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দদের মধ্যে মাওলানা আতাউর রহমান, মাওলানা মোখলেছুর রহমান।
মাওলানা নিজামীর জন্য দোয়ার পাশাপাশি আরেকটি বিষয় এখন মানুষের মুখে মুখে। দুই উপজেলার সর্বত্র হাট-বাজার-গঞ্জে আলোচিত হচ্ছে এ মাহফিল এবং এ মাহফিলকে কেন্দ্র করে মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কারণ ইতোমধ্যেই ব্যারিস্টার মোমেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া-বেড়া আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জামায়াতের আমীর হত্যার বিচারের দাবি মাওলানা মতিউর রহমান নিজামীকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক আলোচনা। বর্তমানে এ আলোচনার কেন্দ্রবিন্দু ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
কথা হলো ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর আমজাদ হোসেন (৩৩)-এর সাথে। তিনি এসেছেন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের টেংবাড়ি এলাকা থেকে। মন্মথপুরের নিজামী সাহেবের বাড়ি কেন ভিডিও করছেন? জানতে চাইলে তিনি জানান, নিজামী সাহেবকে তার ভালো লাগে, তার কর্মকাণ্ড ভিডিও কনটেন্ট-এর মাধ্যমে আমি সর্বত্র ছড়িয়ে দিতে চাই। শুনেছি তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আগামী জাতীয় সংসদে নির্বাচন করবে, সাথিয়া-বেড়া থেকে জামায়াতের প্রার্থী হয়েছে। ফলাফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। মাওলানা নিজামী সাহেবের শিশুকালের বন্ধু কৃষক আব্দুল বারিক খাঁর সাথে কথা হয়। তার বয়স ৯০ হবে। জানালেন পঞ্চম শ্রেণি পর্যন্ত তার সাথে পড়ালেখা করেছি, পরবর্তীতে আর পড়ালেখা হয় নাই। বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে বললেন, আমি আর কিছু বলতে পারব না। জানালেন নিজামি ভালো এবং তার তার ছেলে মোমেনও ভালো। আমাকে আর কিছু জিগাবেন না।
স্থানীয় আব্দুর রহিম (৭০), আব্দুল কুদ্দুস (৭২) সবাই প্রায় একই ধরনের কথা বললেন, তারা নিজামী সাহেবকে সাঁথিয়া তথা দেশের জন্য গর্ব-অহংকার-এর সম্পদ মনে করেন। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বর্তমানে সাঁথিয়া-বেড়ার আলোচ্য বিষয় নিজামি সাহেবের দোয়া মাহফিল আর তার পুত্র ব্যারিস্টার মোমেন। তারা জানান, এলাকার সবাই এখন তাকে ডাকে “ব্যারিস্টার সাব“ বলে। সে এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা জানালেন, মাওলানা মতিউর রহমান নিজামী হত্যাকাণ্ডের মাধ্যমে সাঁথিয়াবাসীর তথা সমগ্র দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তবে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে জামায়াত প্রার্থী করায় সাঁথিয়াবাসী উজ্জীবিত হয়েছে। যোগ্য বাবার যোগ্য ছেলে হিসেবে ইতোমধ্যেই এলাকায় পরিচিতি লাভ করেছে। সুষ্ঠু-অবাধ নির্বাচনের সাপেক্ষে তার বিজয়ের সম্ভাবনা বেশি।
বেড়ার সাংবাদিক মোশাররফ হোসেন জানালেন, মতিউর রহমান নিজামীর ছেলে ছাড়াও ব্যারিস্টার মোমেনের নিজস্ব যোগ্যতা, দক্ষতা ও আচরণের মাধুর্যতা দিয়ে ইতোমধ্যেই স্থানীয় জনসাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, নির্বাচনের গতিবিধি স্বাভাবিক থাকলে বিজয়ের সম্ভাবনা তারই বেশি।
কাশিনাথপুর-এর বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ হোসেনের মতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মানুষের মণিকোঠায় অবস্থান করে নিয়েছিলেন, তার পুত্র ইতোমধ্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন শিক্ষা-দীক্ষা, জ্ঞানি-গুণিতে অনন্য। তার চলন-বলন, ভাষার মাধুর্যতার কারণে তরুণ ও বয়োবৃদ্ধদের মুগ্ধ করেছে। স্থানীয় জনগণ মন্ত্রমুগ্ধের মতো তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। যোগ্য বাবার যোগ্য ছেলে হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে
জনসাধারণের মাঝে। সাঁথিয়া-বেড়াবাসি আগামী নির্বাচনের মাধ্যমে তার এই জনপ্রিয়তা অটুট রাখবে।
সাঁথিয়া উপজেলার আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম-এর মতে, যোগ্য বাবার যোগ্য ছেলে হিসেবে সাঁথিয়াবাসীর এখন গর্ব, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তাকে নিয়ে এলাকার মানুষেরা এখন স্বপ্ন বোনে, তাদের এ স্বপ্নের বাস্তবায়ন ঘটবে আগামী জাতীয় নির্বাচনে। ইতোমধ্যেই তিনি স্থানীয়ভাবে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
নারীয়া গদাই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানালেন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। তার সততা, যোগ্যতা, দক্ষতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার মৃত্যুবার্ষিকীতে আমি মাগফেরাত কামনা করি এবং তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করি। আমরা ইতোমধ্যেই জেনেছি তার সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাঁথিয়া-বেড়া এলাকা থেকে নির্বাচনের মাধ্যমে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার ইচ্ছা ব্যক্ত করেছেন ।
আমরা এলাকার সাধারণ জনতা তার ইচ্ছার মূল্যায়ন করে তাকে আগামী নির্বাচনের সহযোগিতা করব ইনশাল্লাহ।
সাঁথিয়া উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লার মতে মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন আমাদের গর্বের সম্পদ। তাকে হারিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। শুনেছি তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন সাঁথিয়া-বেড়া এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, যোগ্য বাবার যোগ্য ছেলে হিসেবে সাঁথিয়া-বেড়ায় তার পরিচিতি লাভ করেছে, তার সার্বিক সফলতার সম্ভাবনা উজ্জ্বল। পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) নির্বাচনী এলাকা বরাবরই রাজনৈতিক দলের ভিআইপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করে থাকে। এ আসনটির দিকে জাতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ নজর রাখে। নির্বাচন পরবর্তীতে এ আসনে বিজয়ী প্রার্থীরা সব সময়ই মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করে থাকে। যার ফলে সাঁথিয়া-বেড়ার ভোটারের সব সময়ই গর্ববোধ করে থাকে। উল্লেখ্য, স্বাধীনতা উত্তর ১৯৭৩ পরবর্তী নির্বাচনে সকল বিজয়ী প্রার্থী মন্ত্রিত্ব লাভ করেছে। যার ফলে দেশের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অর্থনৈতিক, সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়া এ আসনের জাতীয় নির্বাচন অবজারভেশন করে থাকে। এখন শুধু অপেক্ষার পালা কার কপালে জুটবে জয়ের মালা।