প্রযুক্তির এই যুগে পৃথিবীর এক প্রান্তে থাকা মানুষ অপর প্রান্তে থাকা প্রিয়জনের সঙ্গে সহজেই যোগাযোগ করা যাচ্ছে। দূরত্ব কোনো বিষয় নয়।
তবে লক্ষ্য করা যাচ্ছে প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে বিয়ে সম্পাদনের ঘটনাও ঘটছে। কিন্তু প্রশ্ন হলো—এ ধরনের বিয়ে কি আইনসম্মত বা বৈধতা কতটুকু ?
ইসলামিক দৃষ্টিভঙ্গি
ইসলামিক ফিকহ অনুযায়ী, যদি বরের পক্ষ থেকে কোনো প্রতিনিধির মাধ্যমে ও বর ও কনের পার্শ্বে যথাযথ শর্ত পূরণ করে বিয়ের ইজাব ও কুবুল হয়—তাহলে এটা বৈধ।
ভিডিও/টেলিফোন বিবাহ অনৈতনিক
শাফি মাযহাবের দৃষ্টিতে ভিডিও বা টেলিফোন মাধ্যমে নিকাহ অনৈতনিক, কারণ এতে উপস্থিতির মতো গুরুত্বপূর্ণ শর্ত (দুই সাক্ষীর উপস্থিতি, ইজাব–কুবুল, ওয়ালী’র উপস্থিতি) পূরণ হয় না।
বাংলাদেশি আইন
বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশে Nikah বৈধ হতে হলে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
- ইজাব ও কুবুল;
- ন্যূনতম দুইজন সাক্ষী;
- ইমাম বা বৈধ ব্যাক্তির মাধ্যমে
- স্বতঃস্ফূর্ত সম্মতি ও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশনের অভাব স্বচ্ছতা নষ্ট করে না
যুক্তরাষ্ট্রের একটি মামলায় দেখা গেছে—টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠিত Nikah বৈধ বিবেচিত হয়েছে, কারণ তা ইসলামী বিধান পূরণ করেছে। রেজিস্ট্রেশন না থাকলে বৈধতা ব্যাহত হয় না।