শুক্রবার (১০ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কারের ঘোষণার ঠিক আগে নিজেকেই পুরস্কারের দাবিদার হিসেবে তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সাংবাদিকদের সামনে বলেন, তিনি বিশ্বের আটটি সংঘাত থামিয়েছেন এবং সেই কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মর্যাদা পান,যা তার মতে অনিবার্য।

ট্রাম্প আরও অভিযোগ করেছেন, তাঁর অনুসারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন ‘কিছু না করেই’ এবং নিজে বুঝতেন না কেন তাকে পুরস্কারের যোগ্য মনে করা হয়েছে। ট্রাম্প বলেন, ওবামা আমাদের দেশে ক্ষতি করেছে, এমন কঠোর সমালোচনাও করেছেন তিনি।

ট্রাম্প দাবি করেন, তিনি সরাসরি বা পরোক্ষভাবে আটটি বড় সংঘাত ঠেকিয়েছেন এবং এ কাজে তার ভূমিকা জীবানুস্তরে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নোবেল কমিটি এখন গোছটা সঠিকভাবে মূল্যায়ন করবে বলে প্রত্যাশা রাখেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, এখনকার পরিস্থিতিতে ট্রাম্পের হাতে পুরস্কার আসা নিয়ে তৎকালীন বিতর্কও ছিল।

ট্রাম্পের সমর্থকরা বেশ কয়েকটি দেশের তরফে তাকে নোবেল মনোনীত করা হয়েছে বলে জানায়; পাকিস্তান, ইসরায়েল এবং আজারবাইজানসহ কয়েকটি উৎস তাকে মনোনীত করেছে, তবে শেষ সিদ্ধান্ত আজই ঘোষণা করা হবে।

নোবেল শান্তি পুরস্কারের প্রার্থিতা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানা ধরণের মন্তব্য ও তর্ক থাকায় প্রত্যাশা উচ্চ, কোন মনোনয়ন বা দাবিই এখনই নিশ্চিতভাবে বলার মতো নয়, কারণ বিজয়ীর নাম কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে।