ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন শিশু অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছে।
মঙ্গলবারের হামলায় নিহতদের বেশিরভাগই—প্রায় ৫৮ জন—ছিলেন ত্রাণের আশায় আসা মানুষ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। নিহতরা সবাই ছিলেন নিরস্ত্র, এবং বারবার অনুরোধ সত্ত্বেও গুলিবর্ষণ বন্ধ করা হয়নি।
গাজার তীব্র মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৬ কোটি ডলারের খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।” তিনি দ্রুত খাদ্য ঘাটতি ও সরবরাহ সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
তবে যুক্তরাষ্ট্রের পরিচালিত এই সহায়তা কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিতরণকৃত অনেক খাদ্যপণ্যই নষ্ট বা অখাদ্য। এছাড়া বিতরণের সময় ও স্থান আগেই ইসরায়েলি সেনাদের জানানো হয়, যা ত্রাণ নিতে আসা মানুষদের একত্রিত করে হামলা চালানোর সুযোগ তৈরি করে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ জানালেও ইসরায়েল তা উপেক্ষা করছে।