পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান কারাগার থেকে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী অবস্থান পাকিস্তানকে ঐক্যবদ্ধ করে তুলেছে।
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি থাকা এই বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার আইনি পরামর্শের সময় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় একথা বলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) দেওয়া এই বার্তা পরে পিটিআইয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
তিনি বলেন, “আমরা এই অবৈধ ও ভুয়া সরকারকে প্রত্যাখ্যান করি, কিন্তু মোদির যুদ্ধপ্রবণ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে গোটা পাকিস্তান এখন ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, ভারতের এই মনোভাব শুধু পাকিস্তানের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। ইমরান দাবি করেন, মোদির নেতৃত্বে ভারত আজ এক বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার সঠিক তদন্ত না করে ভারত বরাবরের মতো পাকিস্তানকে দায়ী করছে। এমনটা ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময়ও হয়েছে।”
তিনি বলেন, তখনও পাকিস্তান সহযোগিতার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ভারত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি। একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তিই আজ দেখা যাচ্ছে পেহেলগামের ঘটনায়।
ইমরান খানের মতে, ভারতের সরকার এখন আরএসএস-এর উগ্র জাতীয়তাবাদী মতাদর্শে চালিত হচ্ছে, যা কাশ্মীরসহ পুরো অঞ্চলকে দমন-পীড়নের মুখে ঠেলে দিচ্ছে।