ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয়, তবে তার জবাব কড়া ভাষায় দেবে পাকিস্তান—এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেহবাজ শরিফ বলেন, ভারত পাকিস্তানের এক ফোঁটা পানিও ছিনিয়ে নিতে পারবে না। পানি আমাদের জন্য জীবনরেখা, এর অধিকারের প্রশ্নে কোনো আপস হবে না।

তিনি আরও যোগ করেন, ভারত পানি সরবরাহ বন্ধের হুমকি দিলে পাকিস্তান এমন জবাব দেবে যা তারা ভুলতে পারবে না।

তিনি স্মরণ করিয়ে দেন, ১০ মে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতকে পরাজিত করার পর দেশের নতুন আত্মবিশ্বাসের সূচনা হয়। পাকিস্তান বিমান বাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে—যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক বন্দুক হামলায় ২৫ ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

পেহেলগাম ঘটনার পর ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, ফলে সিন্ধু, চেনাব ও ঝিলাম নদীর পানির প্রবাহ পাকিস্তানে উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাব পড়ে কৃষি উৎপাদনেও।

১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তিতে কোনো দেশ একতরফাভাবে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারে না এবং বিরোধ মেটানোর ধারা রয়েছে।

ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যায়। গত ৮ আগস্ট আদালত রায়ে চুক্তি সচল রাখার নির্দেশ দিয়ে ভারতকে এতে ফিরে আসতে বলে।