জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাকিস্তান পরিবেশ রক্ষায় নিয়েছে নতুন এক উদ্যোগ। পাঞ্জাব সরকার ‘গ্রিন ক্রেডিট প্রোগ্রাম’ নামে একটি পরিবেশবান্ধব কর্মসূচি চালু করেছে, যার আওতায় নাগরিকরা ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে নগদ অর্থ পাবেন।
এই অভিনব কর্মসূচির মূল লক্ষ্য—কার্বন ক্রেডিট বা নির্গমন বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ, শিক্ষার্থী, নারী ও সাধারণ জনগণকে পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করা।
প্রকল্পটি বাস্তবায়নে পাঞ্জাব সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে, যারা চীনা প্রযুক্তির সহায়তায় পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ করবে। এই প্রযুক্তিনির্ভর মেশিন আগামী মাসে প্রথম ধাপে লাহোরের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ে বসানো হবে। এরপর ধীরে ধীরে শহরের বাজারগুলোতেও স্থাপন করা হবে।
একটি বোতল মেশিনে ঢোকানোর পর ব্যবহারকারী বোতাম ‘এ’ চাপবেন, মোবাইল নম্বর ইনপুট দেবেন এবং ‘বি’ বোতাম চাপলেই স্ক্রিনে ‘গ্রিন ক্রেডিট’ দেখা যাবে। ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই ক্রেডিট জমা হবে এবং তা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গুলফাম আবিদ জানিয়েছেন, লাহোরে প্রতিদিন গড়ে ৫০০ টন প্লাস্টিক বোতল বর্জ্য তৈরি হয়। নতুন এই মেশিনগুলো সেসব বর্জ্য পুনর্ব্যবহার করে ফুটপাত, ইট ও রাস্তার প্যাচওয়ার্ক তৈরিতে ব্যবহার করবে।
তিনি আরও জানান, কেউ যদি ২০টি দেড় লিটারের বোতল এবং ৪০টি ছোট বোতল (আধা লিটার) জমা দেন, তাহলে সর্বোচ্চ এক হাজার রুপি পর্যন্ত নগদ অর্থ পাওয়া সম্ভব।
এ উদ্যোগে শুধু সাধারণ নাগরিক নয়, লাহোরের প্রায় ১৮ হাজার স্ক্র্যাপ ব্যবসায়ীও যুক্ত হতে পারবে। তারা চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে সংস্থার সঙ্গে যোগাযোগ করে সরাসরি বোতল সরবরাহ করতে পারবে।
পরিবেশ সচেতনতায় এটি হতে পারে পাকিস্তানের অন্যতম কার্যকর পদক্ষেপ—প্লাস্টিক দূষণ রোধের পাশাপাশি তরুণ সমাজকে সম্পৃক্ত করে গড়ে তোলা হবে একটি সবুজ ভবিষ্যৎ।