ভারতের উত্তর প্রদেশের মাওয়ানা শহরে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা একটি পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে শহরের প্রধান মোড়ের কাছে অনুমতি ছাড়াই পোস্টারটি লাগানো হয়।
গত শনিবার (৪ অক্টোবর) স্থানীয়রা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাওয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুনম যাদব জানিয়েছেন, আউটপোস্ট ইনচার্জ মনোজ শর্মার অভিযোগের ভিত্তিতে ইদ্রিশ, তসলিম, রিহান, গুলফাম ও হারুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এসএইচও বলেন, পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান, আর যেকেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুজব বা সাম্প্রদায়িক উত্তেজনা রোধে টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন বাসিন্দাদের শান্ত থাকার, মিথ্যা তথ্য না ছড়ানোর এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
মাওয়ানার সংবেদনশীল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এর আগে, বরেলি বিভাগে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার বিতর্কের কারণে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়।
এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “এই দেশে ‘আই লাভ মোদি’ বলা যায়, কিন্তু ‘আই লাভ মুহাম্মদ’ বলা যায় না।” বিতর্কটি প্রথম শুরু হয় ৯ সেপ্টেম্বর কানপুরে, যেখানে ২৪ জনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড, ইন্ডিয়া