ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সংঘাতের অবসান ঘটাতে তার সরকারের নিরাপত্তা মন্ত্রিসভার নির্ধারিত পাঁচটি শর্ত পুনরায় তুলে ধরেছেন।

তার মতে, এসব শর্ত বাস্তবায়িত হলেই কেবল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশটি ‘জয়’ অর্জন করবে। খবর শাফাক নিউজ।

পাঁচ শর্তের বিস্তারিত

হামাসের অস্ত্র সমর্পণ—যাতে সংগঠনটির আর কোনো সামরিক ক্ষমতা না থাকে।

সব বন্দিকে ফেরত আনা—তারা জীবিত বা মৃত যেই হোক না কেন।

গাজার পূর্ণ সামরিকহীনকরণ—যাতে অস্ত্র তৈরি, পাচার বা মজুত সম্ভব না হয়।

ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা—নিরাপত্তা সীমান্ত ও পর্যবেক্ষণ ব্যবস্থাসহ।

নতুন বেসামরিক প্রশাসন গঠন—যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প হবে।

নেতানিয়াহুর এই পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ২০২৪ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম জানায়, বর্তমানে সেখানে ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্যসংকটে রয়েছে, আর ১২ লাখের বেশি নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।