ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজনে কলম্বিয়ায় সামরিক অভিযান চালানো হতে পারে।
ট্রাম্পের অভিযোগ, বামপন্থি নেতা পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া এখন গুরুতর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ আখ্যা দিয়ে দাবি করেন, দেশটি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের বড় ঘাঁটিতে পরিণত হয়েছে।
এ সময় ট্রাম্প স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতিতে পেত্রো খুব বেশি দিন টিকতে পারবেন না। সাংবাদিকরা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প জানান, এমন পরিকল্পনা তাঁর কাছে ‘ইতিবাচক’ বলে মনে হয়।
কিউবা প্রসঙ্গেও কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, কিউবায় সরকার পরিবর্তনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না। ভেনেজুয়েলার তেল সহযোগিতা বন্ধ হয়ে দেশটি তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে এবং যে কোনো সময় তাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে। তাঁর দাবি, সম্ভাব্য এই পরিবর্তনে কিউবান–আমেরিকানরা খুশি হবেন।