মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তানে জনসমক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। নতুন এই আইনে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে ও ধর্মনিরপেক্ষ সংস্কৃতি বজায় রাখতে এ নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরি।

বর্তমানে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের কাছে পাঠানো হয়েছে। কাজাখস্তানের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মুসলিম হলেও সরকার এই নিষেধাজ্ঞাকে নিরাপত্তা ও সাংস্কৃতিক সমতা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে।

নতুন আইনে মুখ ঢেকে রাখার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যেমন চিকিৎসাগত কারণ, শীতপ্রধান এলাকায় ঠান্ডা থেকে রক্ষার প্রয়োজনে, নির্দিষ্ট পেশাগত প্রয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা কিংবা জরুরি সেবার কাজে মুখ ঢেকে রাখা যাবে।

এর আগে ২০১৭ সালে স্কুলছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্মীদের ওপরও একই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রেসিডেন্ট তোকায়েভ নিজে মুসলমান হলেও তিনি মনে করেন, ধর্ম নয়, রাষ্ট্রীয় নীতিই দেশের পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবে। তিনি নিকাবকে 'মৌলবাদীদের চাপিয়ে দেওয়া পোশাক' হিসেবে উল্লেখ করে বলেন, এটি কাজাখ সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, এর আগেও মধ্য এশিয়ার উজবেকিস্তান ও কিরগিজস্তান একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, মূলত মৌলবাদী প্রভাব প্রতিরোধের উদ্দেশ্যে।

সূত্র : নিউজ১৮