কানাডার অন্টারিও প্রদেশের স্টোনি ক্রিক এলাকায় অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। স্থানীয় অর্চার্ড পার্ক সেকেন্ডারি স্কুলের বাথরুম সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে উদ্ধার হয়েছে ৫১ বছর আগে হারিয়ে যাওয়া একটি ওয়ালেট। দীর্ঘ অর্ধশতক পর এটি ফিরে পেয়েছেন টম শফপ নামের এক ব্যক্তি, যিনি তখন ছিলেন স্কুলের ১৭ বছরের ছাত্র।

নির্মাণকর্মীরা দেয়াল ভাঙার সময় ওয়ালেটটির সন্ধান পান। ভেতরে পাওয়া যায় শফপের স্টুডেন্ট আইডি, ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল ইনসিওরেন্স কার্ড, পরিবার ও বন্ধুদের ছবি, ইউরেইল ট্রানজিট পাস, হকি খেলার টিকিট এবং একটি কানাডিয়ান ডিস্টিলারির মূল্য তালিকা। প্রতিটি জিনিস যেন সেই সময়ের নিদর্শন হয়ে রয়ে গেছে।

স্কুলের পরিচারিকা লরনা ম্যাককুইন বলেন, এমন কিছু পাওয়া সত্যিই রোমাঞ্চকর। আমরা ভেবেছিলাম, যে কোনোভাবে এই মানুষটিকে খুঁজে বের করতে হবে। পরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হলে এখন ৬৭ বছর বয়সী টম শফপ নিজেই এসে ওয়ালেটটি গ্রহণ করেন।

শফপ বলেন, ওয়ালেটের ভেতরের জিনিসগুলো দেখে মনে হলো আমি যেন অতীতে ফিরে গেছি। বিশেষ করে আমার শৈশবের বাড়ির ছবিগুলো দেখে আবেগে ভেসে গিয়েছিলাম। মাকে ছবিগুলো দেখিয়েছি, তিনিও অনেক খুশি হয়েছেন।

ওয়ালেটটি কীভাবে এতদিন দেয়ালের ভেতরে লুকিয়ে ছিল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বাথরুমে হারানোর পর কেউ নগদ অর্থ বের করে বাকিটা দেয়ালের ফাঁকে রেখে দিয়েছিল। সেখানেই অর্ধশতাব্দী ধরে অক্ষত অবস্থায় টিকে থেকে এটি আবার প্রাপকের হাতে ফিরল।

টম শফপের মতে, ৫১ বছর পর নিজের অতীতের সঙ্গে এমনভাবে পুনর্মিলন সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই ওয়ালেট শুধু হারানো একটি জিনিস নয়, বরং জীবনের স্মৃতি, আবেগ আর সময়ের অদ্ভুত চক্রের প্রতীক।

সূত্র: ইউপিআই