তেহরানে ইসরায়েলি হামলার পর ইরানের সম্ভাব্য পাল্টা জবাবের আশঙ্কায় চূড়ান্ত সতর্কতায় রয়েছে ইসরায়েল।

আগামী শনিবার (১৪ জুন) সকাল থেকে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জরুরি অবস্থা কার্যকর করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, রাজধানী তেলআবিব, হাইফা ও আশদোদের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে সুরক্ষা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, হাসপাতাল এবং পানিসঞ্চয় কেন্দ্রগুলোকেও ‘উচ্চ ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মধ্যপ্রাচ্যের বর্তমান টানাপোড়েনে সরাসরি ইরানের পাল্টা হামলার সম্ভাবনা ‘অবশ্যম্ভাবী’। নাগরিকদের জন্য অ্যালার্ট সিস্টেম সক্রিয় করা হয়েছে এবং সীমান্ত অঞ্চলে সামরিক টহল বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ নগরগুলোর রাস্তায়।

এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, “ইসরায়েল তার নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।”