নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা প্রদেশে ফজরের নামাজ চলাকালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ( ১৯ আগস্ট) ভোরে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ২৭ জন মুসল্লি প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

চোখের দেখা প্রত্যক্ষদর্শীরা জানান, মালুমফাশি জেলার উঙ্গুওয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে ভোররাতে হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা ঢুকে নির্বিচারে গুলি চালায়। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা ভয়ে পালানোর চেষ্টা করলে তাদের দিকেও গুলি চালানো হয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় ভূমি ও পানির দখল নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাত দীর্ঘদিন ধরেই চলছে। এ সংঘাতকে ঘিরেই প্রায়ই সাধারণ মানুষ সশস্ত্র হামলার শিকার হন।

এ ধরনের সহিংসতার সাম্প্রতিক নজিরও রয়েছে। গত জুনে উত্তর-মধ্য অঞ্চলে এক হামলায় একশোরও বেশি মানুষ নিহত হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সে সময় নাইজেরিয়ার সরকারকে প্রতিদিনকার রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছিল।

স্থানীয় নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, উঙ্গুওয়ান মানতাউ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নতুন করে যাতে আর কোনো হামলা না ঘটে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।