যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানান, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজন মনে হলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটনে ট্রাম্প ১ হাজার ২০০ কোটি ডলারের কৃষি প্রণোদনা ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, দেশীয় পণ্য, কৃষি এবং শিল্পকে সুরক্ষা দেওয়াই শুল্কনীতির মূল উদ্দেশ্য। মার্কিন কৃষকরাই দেশের মেরুদণ্ড—তাই তাদের স্বার্থই সর্বাগ্রে বিবেচ্য।

ট্রাম্পের দাবি, ভারত থেকে আমদানি হওয়া চাল মার্কিন বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করছে এবং কানাডা থেকে আনা সার দেশীয় উৎপাদকদের ক্ষতির মুখে ফেলছে। ফলে পরিস্থিতি অনুযায়ী নতুন শুল্ক আরোপ করা হতে পারে।

এর আগে, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেছিল, যার মধ্যে ভারত ও কানাডাও ছিল।

ভারতের কিছু পণ্যের ওপর ইতোমধ্যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে—যেমন গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ, আদা ও বিভিন্ন চা। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর শুল্ক এখনো বহাল আছে।

সূত্র : এএফপি