রাশিয়ার সাখালিন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর স্থানীয় প্রশাসন আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পূর্ব উপকূলে বুধবার সকালের দিকে শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮।
ভূমিকম্পের পরপরই সেভেরো-কুরিলস্ক বন্দর শহরের কিছু এলাকা সুনামির ঢেউয়ে প্লাবিত হয়। প্রাথমিকভাবে তিনটি বড় ঢেউ সেখানে আঘাত হানে বলে জানা গেছে।
সঙ্কট মোকাবিলায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।