রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

সরকারি সূত্র জানায়, দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সর্বসম্মতিক্রমে টিএলপিকে নিষিদ্ধ করা হয়।

সম্প্রতি ইসরাইলবিরোধী এক বিক্ষোভে অংশ নেয় দলটির নেতাকর্মীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে, ওই সহিংস ঘটনার পরই দলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ইসলামাবাদ।

অন্যদিকে, নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে “অসাংবিধানিক ও রাজনৈতিক প্রতিশোধমূলক” বলে প্রত্যাখ্যান করেছে টিএলপি। দলটির এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবে।

এর আগেও ২০২১ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার সহিংস বিক্ষোভের কারণে টিএলপিকে নিষিদ্ধ করেছিল। তবে পরে নির্দিষ্ট কিছু শর্তে ছয় মাসের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, পুনরায় টিএলপির নিষেধাজ্ঞা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।