ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার জব্দ করা সম্পদে হাত না দিয়ে ইউক্রেনকে প্রায় $105 বিলিয়ন (৯০০ বিলিয়ন ইউরো) সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট এ্যান্টোনিও কস্টা।

আল জাজিরা, ন্যাশনাল হেরাল্ড ও বিএসএস সূত্রে জানা গেছে ইউক্রেনকে ২০২৬-২৭ সালের জন্য সামরিক ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে প্রায় ৯০০ বিলিয়ন ইউরো (প্রায় $105 বিলিয়ন) ঋণ দেওয়া হবে।

ইইউ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার জব্দ করা সম্পদ সরাসরি ব্যবহার না করে, মূলধনী বাজার থেকে অর্থ ধার করবেন। জব্দ করা সম্পদ নিয়ে আলোচনা বন্ধ হয়নি, ভবিষ্যতে তা ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই সহায়তা দেওয়ার জন্য ইইউ-কে ধন্যবাদ জানিয়েছেন।

বেলজিয়াম ও হাঙ্গেরির মতো কিছু দেশ রাশিয়ার সম্পদে হাত দেওয়ার বিষয়ে আপত্তি জানালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তটি ইইউ-এর মধ্যে আইনি ও রাজনৈতিক বিভাজন কাটিয়ে ইউক্রেনকে জরুরি সহায়তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।