গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে গেছে ইসরাইল। এর মধ্যে শিশুখাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে। জব্দ করা হয়েছে জাহাজে থাকা মালপত্র। গেল শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ হান্দালাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজে বহন করে নিয়ে যাওয়া শিশুখাদ্য, ডায়াপার, খাবার ও ওষুধ জব্দ ও এর আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে এসব অভিযোগ করেছে সংস্থাটি।
মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা সব ক্যামেরা বন্ধ করে দিয়েছে। এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই।
ফিলিস্তিনের জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটানো হয়েছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। জাহাজটিতে ১০টি দেশের মোট ২১ জন ছিলেন বলে জানিয়েছে সিএনএন। তাদের মধ্যে ১৯ জন অধিকারকর্মী। অন্য দুজন আল জাজিরার সাংবাদিক।
দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার। আহত অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পরও থেমে নেই ইসরাইলি বর্বরতা। এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব।