মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সর্বশেষ হামলায় প্রায় ৩০টি রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোর দিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তবে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, সংঘর্ষ যদি এভাবে চলতে থাকে, তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। সেই ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা অভিযান শুরু হয়।

বিশ্লেষকদের মতে, এই সংঘাত অব্যাহত থাকলে এর প্রভাব শুধু ইরান ও ইসরায়েলেই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এখন কূটনৈতিক হস্তক্ষেপ ছাড়া উত্তেজনা প্রশমনের কোনো সহজ সমাধান নেই বলে মনে করা হচ্ছে।