ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাজগাম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, শনিবার ( ২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে করুরে আয়োজিত এ সমাবেশে বিপুল ভিড় জমে। এক পর্যায়ে হঠাৎ অসংখ্য মানুষ অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

দ্রুত আহতদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের কয়েকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক ও তিন শিশু মারা গেছেন। নতুন রোগী আনা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স আসা অব্যাহত রয়েছে। তাই চূড়ান্ত হতাহতের সংখ্যা জানাতে আরও কিছুটা সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।