ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রাজ্যটির বিশ্বখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও নন্দাদেবী জাতীয় উদ্যানসংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে, আগুন এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে তা এখন মহাকাশের স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থলপথে নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে আকাশপথেই আগুন নেভানোর চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন বিভাগের কর্মকর্তাদের মতে, চলতি শীতে হিমালয়ের এই অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত কিংবা বৃষ্টি হয়নি। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে বনভূমির মাটি ও গাছপালা অতিরিক্ত শুকিয়ে গেছে, যা দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড রাজ্যের জন্য ইতোমধ্যে ১ হাজার ৬০০টিরও বেশি সতর্কবার্তা জারি করেছে ভারতের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়া অনুকূলে না এলে দাবানল আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে।

ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশও নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।