অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ভয়াবহ এ হামলায় অন্তত ৪০ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলাটি ঘটেছে সীমান্তঘেঁষা কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে, যেখানে নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, শুক্রবার বিকেলে স্পিন বোলদাক শহরের আবাসিক এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আহতদের কান্দাহার ও হেলমান্দের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আমরা এখনও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করছি।
এর আগে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের সীমান্তজুড়ে হামলা-পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই সময়সীমা শেষ হয় ১৭ অক্টোবর দুপুরে। এর মাত্র কয়েক ঘণ্টা পরেই আবার এই বিমান হামলা চালানো হয়।
বেঁচে যাওয়া এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, জীবনে এমন বর্বরতা কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম দাবি করে, তারা আজ নারী ও শিশুদের ওপর বোমা ফেলছে।
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর থেকে তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ- আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে।
চলতি মাসের সংঘর্ষটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালালেও তা এখনো কার্যকর হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, “দুই দেশের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রও ভূমিকা রাখতে প্রস্তুত।