লেবাননের জন্য প্রায় ১০ কোটি ডলারের সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়ন প্রকল্প অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১১ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এই প্রস্তাবিত সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে এগিয়ে নেবে। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে লেবানন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে।

চুক্তির আওতায় লেবাননের সশস্ত্র বাহিনীর মালিকানাধীন এ-২৯ সুপার তুকানো যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে। এই বিমানে কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত হানা, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা রয়েছে।

২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পরবর্তী যুদ্ধবিরতি পর্যবেক্ষণে দক্ষ ভূমিকা রেখেছিল লেবাননের সেনাবাহিনী। নতুন এই চুক্তির মাধ্যমে দক্ষিণাঞ্চলে তাদের কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চুক্তির প্রধান ঠিকাদার সিয়েরা নেভাদা করপোরেশন (SNC)—যাদের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের স্পার্কস শহরে। উল্লেখযোগ্যভাবে, এই চুক্তির আওতায় কোনো মার্কিন সরকারি কর্মকর্তা বা ঠিকাদারকে লেবাননে পাঠানো হবে না।

পেন্টাগন আরও নিশ্চিত করেছে, এই চুক্তি বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং লেবাননের নিরাপত্তা ব্যবস্থায় ওয়াশিংটনের প্রভাব ও উপস্থিতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র : আলআরাবিয়া ইংলিশ