গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ভারতের 'নীরবতা'র কঠোর সমালোচনা করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।
তিনি এটিকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে বলেছেন, মোদি সরকার মানবতাবিরোধী অপরাধের দর্শকে পরিণত হয়েছে, যা দেশের সাংবিধানিক আদর্শের প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা।
এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রবন্ধে সোনিয়া গান্ধী উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা নিন্দনীয় হলেও, এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের দীর্ঘমেয়াদি এবং ভয়াবহ আক্রমণ গাজার অসংখ্য নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। তার ভাষায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’ অত্যন্ত লজ্জাজনক এবং নৈতিক অস্থিরতার প্রতিফলন।
তিনি দাবি করেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। হাসপাতাল থেকে শুরু করে আবাসিক ভবন—সবকিছুই ধ্বংস হয়েছে। গাজার সামাজিক কাঠামো প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
সোনিয়া গান্ধী আরও অভিযোগ করেন, মানবিক সহায়তার প্রবেশ ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছে ইসরায়েল। খাদ্য, চিকিৎসা ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়ে তারা একটি চরম মানবিক বিপর্যয় তৈরি করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর কিছু সদস্য সরাসরি ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর গুলি চালানোর বিষয়টিও স্বীকার করেছে। জাতিসংঘ এ নিয়ে উদ্বেগ জানালেও ইসরায়েল আন্তর্জাতিক চাপ উপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।