আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক্সে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাকিস্তানের ‘আগ্রাসী’ বাহিনী একজন স্থানীয় বেসামরিক নাগরিকের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে। এতে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু এবং এক নারী নিহত হয়েছেন।

মুজাহিদ আরও জানান, কুনার ও পাকতিকা সীমান্ত এলাকায় চালানো হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন।