এশিয়ার পর এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেন-জি তরুণরা দুর্নীতিবিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) অন্তত ১১টি শহরে তরুণরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় নামে। খবর সিএনএন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অবহেলা করছে, অথচ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে বিপুল অর্থ ব্যয় করছে।

তাদের দাবি...

যেখানে হাসপাতালের অভাবে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, সেখানে কোটি কোটি ডলার ব্যয়ে নতুন স্টেডিয়াম বানানো হচ্ছে।

মরক্কো ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক। সে উপলক্ষে দেশটিতে অন্তত তিনটি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে এবং আরও কয়েকটি সংস্কার করা হচ্ছে। এ বছরই আফ্রিকা কাপ অব নেশনস আয়োজনের প্রস্তুতিও চলছে।

বিক্ষোভকারীদের মুখে শোনা যায় স্লোগান-‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়?’

রাবাত, মারাকেশ ও কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কা থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কিছু বিক্ষোভকারীকে মারধর করেছে পুলিশ। সংগঠনটির মতে, এটি মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার শামিল।

ক্যাসাব্লাঙ্কায় বিক্ষোভে অংশ নেওয়া ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন,

আমি শুধু স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই।

সরকারি দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের তরুণদের আন্দোলন মরক্কোতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।