ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামেরিকান এয়ারলাইন্স-এর একটি বিমান ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের শিকার হয়। এতে যাত্রীদের আতঙ্কিত হয়ে জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত বিমানের বাইরে বের হয়ে আসতে দেখা যায়।

এই ঘটনা ঘটে শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়)। বিমানটি ডেনভার থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল এবং এর ফ্লাইট নম্বর ছিল ৩০২৩। এটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজ, যাতে মোট ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

বিমানের নিচে আগুন ও ধোঁয়া দেখা দেওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পাঁচজন যাত্রীকে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনকে সামান্য আঘাতের কারণে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, বাকিরা ছিলেন সুস্থ।

অ্যামেরিকান এয়ারলাইন্স জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বিমানটিকে অব্যবহৃত রাখা হয়েছে এবং বিকল্প একটি বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানটি যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ঘটনার সময় ফ্লাইট ক্রুদের দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেছে।

ঘটনাটি বর্তমানে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত করছে।

এই ঘটনার প্রভাবে ডেনভার বিমানবন্দর থেকে সাময়িকভাবে সব আগত ফ্লাইট বিকেল ৩টা পর্যন্ত স্থগিত রাখা হয় এবং প্রায় ৯০টির মতো ফ্লাইট বিলম্বিত হয়। পরবর্তীতে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

সূত্র : ফক্স বিজনেস