ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি জানিয়েছেন, দেশটি আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, অতীতের যুদ্ধে পশ্চিমা দেশগুলোর সহায়তা নিয়েও ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসফাহান, তাবরিজ ও হামাদান শহরে সেনা ইউনিট পরিদর্শনকালে হাতামি বলেন, দখলদার ইসরায়েল ন্যাটোসহ পশ্চিমাদের সহায়তায় নিজেদের রক্ষা করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছে।

তিনি আরও জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হামলার প্রতিক্রিয়ায় সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড, বাজিস এবং সাধারণ জনগণও সর্বাত্মকভাবে প্রতিরোধে অংশ নেয়। তার ভাষায়, আমাদের পারমাণবিক কর্মসূচি দেশ রক্ষার স্বার্থেই তৈরি করা হয়েছে, তাই এটি ধ্বংস করা সম্ভব নয়।

ইসরায়েল ও তার মিত্ররা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন হাতামি।

তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করতে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ছিল অপ্রত্যাশিত এবং জাতীয় শক্তি বজায় রাখতে সেই ঐক্যের বিকল্প নেই।