ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ফিলিপাইনে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার হয়েছে।
করদাতাদের বিলিয়ন ডলার লুটপাট এবং সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে দেশজুড়ে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
রোববার ( ২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা ও অন্যান্য শহরে ছাত্র, চার্চ সংগঠন, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ ও সেলিব্রিটিরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। শুধু ম্যানিলার একটি পার্কেই প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন বলে জানা গেছে। পরে রাজধানীর এডিএসএ সড়কেও বিপুল জনসমাগম হয়।
যদিও বিক্ষোভ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল, তবুও কয়েকটি ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। অন্তত ৩৯ জন পুলিশ আহত হয়েছে এবং একটি ট্রেলার, যা ব্যারিকেড হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারদের সবাই বিক্ষোভকারী কিনা তা এখনও নিশ্চিত নয়।
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস দাবি করেছে, শুধু জলবায়ু-সংক্রান্ত প্রকল্প থেকেই ২০২৩ সালে অন্তত ১৩ বিলিয়ন পাউন্ড সরিয়ে নেওয়া হয়েছে। জুলাই মাসে মৌসুমি বন্যা ও ঝড়ে দেশজুড়ে প্লাবন দেখা দিলে এসব দুর্নীতির বিষয়টি সামনে আসে। প্রায় প্রতি বছর ২০টি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া ফিলিপাইনকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।
সরকারি হিসাবে, গত দুই বছরে দুর্নীতির কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১.৪৮ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ অর্থের।