ইসরায়েলি বিমান হামলায় গাজার আল শিফা হাসপাতালে পাঁচ জন আল জাজিরা সাংবাদিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ২৮ বছর বয়সী আল জাজিরার পরিচিত মুখ আনাস আল শরীফ, যিনি গাজার উত্তরের থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন দিতেন।
সাংবাদিক আনাস আল শরীফ মৃত্যুর আগে একটি শেষ বার্তায় লিখেছিলেন, তিনি যুদ্ধ ও যন্ত্রণার প্রতিটি দুঃখদায়ক মুহূর্ত অনুভব করেছেন, তবুও কখনো সত্য প্রকাশে পিছপা হননি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন নীরব থাকা ও এই হত্যাকাণ্ড মেনে নেওয়া মানুষের প্রতি ন্যায়ের বিচার হয়।
শরীফ আরও উল্লেখ করেছেন, তাদের শিশু ও নারীদের প্রতি সহিংসতা সত্ত্বেও দুনিয়ার কেউ তাদের কষ্ট বুঝতে চাননি এবং দীর্ঘ সময় ধরে চলা হত্যাযজ্ঞ থামেনি।
তিনি তার স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে যাওয়ার কথা উল্লেখ করে ছেলে-মেয়ের বড় হওয়া দেখতে না পাওয়ার দুঃখ প্রকাশ করেছেন।
আল জাজিরা এ ঘটনা গভীর নিন্দা জানিয়েছে এবং এই হামলাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: আল-জাজিরা