নয়াদিল্লির আরও দাবি, পহেলগাঁওয়ে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ে’র জবাব দিতে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভারত হামলা চালিয়েছে। ভারতের দাবি প্রত্যাখান করে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, কোন সশস্ত্র গোষ্ঠি নয়, মঙ্গলবার রাতের হামলায় পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছে ভারত।

আজ বুধবার (৭ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন তিনি।

ভারতের আঘাত হানা ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে ভারত। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন— যেখানে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। ’

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘এটা মনে রাখা জরুরি যে যেসব স্থানে হামলা হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা আগের দিন গিয়েছিলেন। তারা দেখেছেন যে, ওই স্থানগুলোতে বেসামরিক মানুষজন অবস্থান করছিলেন। ’

জেনারেল আহমেদ শরীফ দাবি করেন, হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত, যার সবই বেসামরিক স্পট। তিনি বলেছিলেন, মঙ্গলবার রাতে তার দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় ভারত। দেশটির পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

শারকিয়া শহরের শুভান মসজিদে চারটি হামলা করেছে ভারতীয় বাহিনী। এই হামলায় একটি তিন বছরের শিশুকন্যাসহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন। মুরিদকে শহরে উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করেও হামলা হয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন। এছাড়া পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদেও হামলা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে বলেন, ভারত যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে বেসামরিক এলাকা— কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো নয়।