ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে অংশ নিতে তুরস্ক পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরা জানায়, তিনি বর্তমানে আঙ্কারায় অবস্থান করছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাব জানিয়েছে, ওআইসি বৈঠকে ৪০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন। এর আগে জেনেভায় ইউরোপীয় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আরাগচি।
এদিকে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার ফোনে কথা বলেছেন।
ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে গত ১৩ জুন থেকে। ওই সময় থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করে। পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এ সংঘর্ষে দুই পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।