যুদ্ধবিধ্বস্ত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণের সময় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে ১৫ বছর বয়সী মুহান্নাদ জাকারিয়া ঈদের মাথায় ত্রাণবাহী বাক্স পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলজাজিরা যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, আহত অবস্থায় ছেলেটিকে কয়েকজন লোক বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার মুখ রক্তে ভেসে যাচ্ছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তার ভাই তাকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে এবং বাবা নুসাইরাতের আল-আওদা হাসপাতালে ছেলের মৃতদেহ জড়িয়ে কাঁদছেন।
জাকারিয়ার ভাই গণমাধ্যমকে বলেন, “দুর্ভিক্ষ ও কঠিন পরিস্থিতির কারণে আমার ভাই সাহায্য নিতে গিয়েছিল। কিন্তু একটি বাক্স সরাসরি তার মাথায় পড়ে সে শহীদ হয়েছে। সাহায্যের নামে আমাদের বাচ্চাদের হত্যা করা হচ্ছে।”
জাতিসংঘ দীর্ঘদিন ধরেই সতর্ক করছে যে আকাশপথে ত্রাণ ফেলা ঝুঁকিপূর্ণ, ব্যয়বহুল এবং কার্যকারিতা কম। সংস্থাটি ইসরায়েলকে স্থলপথের মাধ্যমে অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর আকাশপথে ত্রাণ বিতরণের ঘটনায় অন্তত ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।
তারা আবারও নিরাপদ ও পর্যাপ্ত উপায়ে স্থলপথ দিয়ে খাদ্য, শিশুর দুধ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি জানিয়েছে।