মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল-ইরান সংঘাতে সরাসরি জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো টার্গেটে পরিণত হবে—এমন হুমকি দিয়েছে ইরান-সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়ারা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরাকের প্রভাবশালী গোষ্ঠী ‘কাতায়েব হিজবুল্লাহ’।
সংগঠনটির নিরাপত্তা প্রধান আবু আলী আল-আস্কারি জানান, “যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশ নেয়, তবে (মার্কিন প্রেসিডেন্ট) ট্রাম্প তার ট্রিলিয়ন ডলার আয় করার স্বপ্ন হারাবেন। আমরা অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত রেখেছি।”
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় আছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালি এবং দক্ষিণে লোহিত সাগরে প্রবেশের একমাত্র পথ বাব-আল-মানদেবও বন্ধ করে দেওয়া হবে।”
আল-আস্কারি সতর্ক করে বলেন, “লোহিত সাগরের তীরবর্তী তেলবন্দরগুলো অচল হয়ে পড়বে। এছাড়া আকাশপথে মার্কিন বিমান চলাচলের জন্য অপেক্ষা করছে একাধিক চমক।”
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে জর্দান-সিরিয়া সীমান্তবর্তী মার্কিন সামরিক চৌকি ‘টাওয়ার ২২’-এ ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলার পেছনে কাতায়েব হিজবুল্লাহর সম্পৃক্ততা রয়েছে।
এদিকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে ইরান-সমর্থিত মিলিশিয়াদের একটি ছাতাগোষ্ঠী জানিয়েছে, তারা সিরিয়া সীমান্তের কাছাকাছি একাধিক মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আল-রুকবান শরণার্থী শিবিরও।
এই উত্তেজনার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আগে কূটনৈতিক উদ্যোগের জন্য আরও দুই সপ্তাহ সময় নিতে চান।