ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আওয়দা হাসপাতালের একটি সূত্রের বরাতে আল জাজিরা জানায়, দেইর আল-বালাহর নেটসারিম করিডোরে ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বহু আহত হয়েছেন বলে জানা গেছে।

এর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ইসরায়েল-ইরান পরিস্থিতি। ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৯ জুন) এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

লেভিট বলেন, “ইসরায়েল-ইরান উত্তেজনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আমি সিদ্ধান্ত নেবো—যুদ্ধে জড়ানো হবে কি না। তবে ইরানের সঙ্গে আলোচনার একটি সম্ভাবনা রয়েছে, যদিও তা নিশ্চিত নয়।”

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প গোপনে ইরানে হামলার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন, তবে চূড়ান্ত নির্দেশ এখনো আসেনি।

সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের দাবি, তাদের দেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরান জানিয়েছে, নিহতের সংখ্যা ২২৪। তবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য মতে, ইরানে নিহতের প্রকৃত সংখ্যা ৬৩৯ ছাড়িয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাতেও ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। লক্ষ্যবস্তু করা হয় আরাকের একটি নিষ্ক্রিয় পারমাণবিক চুল্লি ও নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।